Industrial Tour
বিল্ডিং কাঠামো বিনির্মাণে বিভিন্ন ধরণের উপদানের ব্যবহার হচ্ছে সেই সুপ্রাচীন কাল থেকে যা আধুনিক সভ্যতার বিকাশে বড় অবদান রেখে চলেছে। সিভিল ইঞ্জিনিয়ারিং দৃষ্টিকোণ থেকে এ সকল কাঠামো সমূহকে রিইনফোর্সড কংক্রিট বিল্ডিং, ষ্টীল বিল্ডিং, ষ্টীল-কংক্রিট কম্পজিট বিল্ডিং, টিম্বার বিল্ডিং, গ্লাস বিল্ডিং ইত্যাদি নামে সংজ্ঞায়িত করা হয়। সেই সুবাধে ছাত্রছাত্রীদের মাঝে ষ্টীল বিল্ডিং সংক্রান্ত ব্যাবহারিক জ্ঞানকে আরও পরিস্ফুটিত করার লক্ষ্যে ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের (ইউজিভি, বরিশাল) পুরকৌশল বিভাগ কর্তৃক একটি স্টাডি ট্যুরের আয়োজন করা হয়। যেখানে বরিশাল বিভাগের সি অ্যান্ড বি রোডের অদূরে কাশিপুর নামক স্থানে নির্মাণাধীন একটি ষ্টীল বিল্ডিং পরিদর্শন করা হয়।