অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। এই দিনে আমরা গভীর শ্রদ্ধা জানাই ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি, যাঁরা মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগ করেছিলেন। তাঁদের রক্তে লেখা হয়েছে আমাদের ভাষার ইতিহাস। তাঁদের আত্মদানের মাধ্যমে আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা। এই দিবস আমাদের মনে করিয়ে দেয় ভাষা ও সংস্কৃতির প্রতি দায়িত্ব এবং ভালোবাসার গুরুত্ব। আসুন, আমরা তাঁদের আদর্শকে ধারণ করি ও বাংলা ভাষার মর্যাদা রক্ষা করি।
নাম: মো. রফিকুল ইসলাম পদবী: জননন্দিত বক্তা ও শিক্ষাবিদ জন্ম তারিখ: ১২ ফেব্রুয়ারি ১৯৮০ ঠিকানা: বাড়ি-১২৩, রোড-৪, ধানমন্ডি, ঢাকা-১২০৯ মোবাইল নম্বর: ০১৭xxxxxxxx ইমেইল: rafiql.speaker@email.com
Capturing memorable moments from the event
© 2026 All rights reserved by University of Global Village